Ameen Qudir
Published:2017-02-21 05:20:09 BdST
বগুড়া মেডিকেলের কয়েকজন ইন্টার্ন ডাক্তারকে শাস্তি দিতে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সংবাদদাতা ___________________
বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নারী ডাক্তারকে ঈভটিজিংকারী বখাটে কথিত 'রোগীস্বজন' দের প্রতিরোধকারী ইনটার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপ বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও বিএমডিসি কর্তৃপক্ষকে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মন্ত্রকের ব্যখ্যায় অবশ্য তরুণ ডাক্তারদের প্রতিরোধ ও বিক্ষুব্ধতাকে দেখা হয়েছে রোগীর স্বজন নির্যাতন হিসেবে।
অভিযোগ,
রোববার সকালে ওই হাসপাতালে এক রোগীর স্বজন শিক্ষানবিশ চিকিৎসকদের মারধরের শিকার হন।
ওই ঘটনার পর শিক্ষাণবিশ চিকিৎসকরা নিজেদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল। পরে প্রত্যাহার করে নেয়।
মন্ত্রীকে উদ্ধৃত করে পরীক্ষিত চৌধুরী বলেন, “রোগীদের ভোগান্তিত রেখে, জিম্মি করে অহেতুক যারা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
“হাসপাতালে বিশৃঙ্খলাকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না। সেই চিকিৎসকই হোক আর রোগীর স্বজনই হোক।”
বগুড়ায় ওই রোগীর স্বজনের বাড়ি পাশের জেলা সিরাজগঞ্জে। স্বাস্থ্যমন্ত্রী নাসিমও ওই এলাকার সংসদ সদস্য।
আপনার মতামত দিন: