Dr. SAYEED ENAM

Published:
2022-06-06 19:33:21 BdST

রোগীর মরণযাত্রার প্রত্যক্ষ্যদর্শী যখন ডাক্তার :বৃদ্ধার কান্না আজো কানে শুনতে পাই


ডা. সাঈদ এনাম সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি সিলেট মেডিকেল কলেজ

 

ডা. সাঈদ এনাম
সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি
সিলেট মেডিকেল কলেজ
_________________________

চিকিৎসক হিসেবে ইন্টার্ন লাইফ থেকে অনেক ডায়িং কন্ডিশন (মৃত্যু পথযাত্রী) এটেন্ড করা হয়েছে, অনেক ডেথ ডিক্লারেশন ও করা হয়েছে। এ এক বেশ কষ্টকর অনুভূতি। এমনকি মৃত্যু পথযাত্রীটি আমার হাতটি ধরে এক সময় নিথর হয়ে গেছেন এমন অভিজ্ঞতা ও আমার আছে।

মৃতের স্বজন বুক ফাটা কান্নায় জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন, 'স্যার অনেক করেছেন, আপনাদের ঋণ ভোলার নয়' এমন ও হয়েছে।

বিষয়টি কষ্টকর। বেশ কয়েক জনের মৃত্য ঘটনা আজো মনে হয়।

একবার একজন বৃদ্ধা মা তার যুবক ছেলেকে কুমিল্লা থেকে নিয়ে এসছেন ঢাকা মেডিকেলের নেফ্রলজি ওয়ার্ডে। এন্ড স্টেইজ রেনাল ফেইলর। আমরা দুজন ইন্টার্ন। স্যার বেশ সময় নিয়ে ভালো করে দেখে, আমাকে ম্যানেজমেন্ট বলে দিলেন, আর ফিসফিস করে বললেন, 'সতর্ক থাকবা'।

সারারাত রোগীর বিছানার পাশে একটি চেয়ার নিয়ে বসে ছিলাম। আর ওয়ার্ডের বারান্দার এক কোনে রোগীটির মা সিজদা রত। প্রায় সারারাত আমাদের দুজনের এভাবেই কেটেছে।

ভোরে রোগীর মৃত্যু হয়। স্যারকে জানাই।

সেদিন সেই যুবকটির মা' কে আমি মৃত্যু সংবাদটি দিতে পারিনে। আমার ইন্টার্ন কলিগকে সে দায়িত্ব দিয়ে চুপচাপ বেরিয়ে আসি।

বের হবার সময় বারান্দায় সিজদা থেকে উটে বসা অপেক্ষমান রোগীর বৃদ্ধা মা আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালেন। আমি নিশ্চুপ। ভাবলেশহীন। মুখ ঘুরিয়ে নিজেকে নিয়ন্ত্রন করার চেষ্টা করলাম। এতেই বৃদ্ধা মা হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি আবেগকে সামলে নিতে দ্রুত, খুবই দ্রুত সামনের দিকে হাটতে থাকি.....।

সেই বৃদ্ধার কান্না  আজো কানে ভেসে আসে !#

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়