ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-02 21:52:53 BdST

মৃত্যুর আগে তার আয়নার পিছনে গোপন নোটে যা লিখে রেখেছিল কিশোরী এথেনা


কিশোরী এথেনা


রাজিক হাসান ,
লন্ডন থেকে
_____________________

হৃদয়কে এতোই নাড়া দিয়েছিল লেখাটি, টুকে রাখি নিজের ডায়েরিতে। ১২ বছরের একটা কিশোরী কত গভীর জ্ঞানের অধিকারিণী হয়ে গিয়েছিল ভাবতে অবাক লাগে। আমার মাঝে মাঝে মনে হয় কষ্ট বেদনার মধ্য দিয়েই হয়তো জীবনবোধ এর গভীর উপলদ্ধি আসে। লেখাটি পড়েছিলাম আজ থেকে ১০ বছর আগের লন্ডনে, ডেইলি মেইল পত্রিকাতে। লেখাটি হয়তো অনেকের ভাবনায় আলাদা মাত্রা যোগাবে।
"২৮ শে, মে ২০১২, ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১২ বছর বয়সী কিশোরী, নাম তার এথেনা অর্চার্ড। মৃত্যুর আগে তার আয়নার পিছনে একটি গোপন নোট রেখেছিল কিশোরী এথেনা। তার কথাগুলো ছিল খুবই হৃদয়স্পর্শী, চিন্তাশীল এবং অন্তর্দৃষ্টিপূর্ণ। এথেনা নিজের জন্য লিখেছিলঃ
"সুখ কোন গন্তব্য নয় সুখ চলার একটি পথ"
"প্রতিদিনই বিশেষ দিন। সুতরাং এর সঠিক ব্যবহার কর"
" তুমি যে কোন সময় এমন কি আগামীকালও কঠিন কোন ব্যাধিতে মারা যেতে পারো"
"জীবন একটি খেলা, যার একমাত্র পুরস্কার ভালোবাসা"
"সুখী সমাপ্তি জীবনের মূল লক্ষ্য নয়, জীবনের গল্পই মূল লক্ষ্য হয়"
"তুমি আমার নাম জানতে পারো কিন্তু আমার জীবনের গল্প নয়"
"জীবনের উদ্দেশ্য একটিই আর তা জীবনকে উপভোগ করা"
"সুখ নির্ভর করে নিজের উপরে অন্যের উপরে নয়"
"সাধারণ ও অসাধারণ এই দুয়ের পার্থক্য, সামান্য অতিরিক্ত"
"শুকরিয়া যে এখনও বেঁচে আছ, আনন্দ কর, মুক্ত হও, বিশ্বাসী হও, মনের বয়সকে ধরে রাখো"
"যে তোমাকে ভালোবাসলে পরিস্থিতি যতই কঠিন হোক সে ছেড়ে যাবে না তোমাকে কখনও"
"জীবনে উত্থান পতন দুই'ই থাকে, তাই পতন ছাড়া উত্থান অর্থবহ হয় না কখনও"
" সে আমার প্রেমের যোগ্য হবে যার কাছে আমার হৃদয় খুলবে"
"ভালোবাসা কাঁচের পাত্রের মতো, দেখতে সুন্দর কিন্তু অতি ভঙ্গুর"
"প্রেম বিরল, জীবন অদ্ভুত, কিছুই স্থায়ী নয়, মানুষ পরিবর্তিত হয়"
"জীবন তখনই অশুভ যখন তুমি নিজেই জীবনকে অশুভ কর"
--------------------------------------------------------------------------
ছবি : এথেনা অর্চার্ড,
কৃতজ্ঞতা : ডেইলি মেইল, ইউ কে

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়