Dr. Aminul Islam

Published:
2022-04-05 02:07:32 BdST

বেতন কাটার প্রতিবাদে মা ও শিশু হাসপাতালে ৪০০ চিকিৎসকের ৩ ঘণ্টা কর্মবিরতি


চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

 

সংবাদ সংস্থা
চট্টগ্রাম নগরের মা ও শিশু জেনারেল হাসপাতালের ৪০০ চিকিৎসক আজ সোমবার সকাল থেকে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন। হাসপাতালে যাঁরা ১৫ মিনিট দেরিতে উপস্থিত হয়েছেন তাঁদের সাত দিন মিলে এক দিনের বেতন কাটা হয়। গতকাল রোববার কর্তিত বেতনভাতা দেওয়া হয়েছে। বেতন–ভাতা কর্তন করার বিষয়টি জানতে পেরে তাঁরা কর্মবিরতি শুরু করেন।

সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর তাঁরা কাজে যোগ দেন। এর আগে সকাল ৮টা থেকে চিকিৎসকেরা কর্মস্থলে আসতে শুরু করেন।

 

 

 

হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক রেজাউল করিম বলেন, বেতন কাটায় চিকিৎসকেরা মনঃক্ষুণ্ন হয়ে কাজে যোগ দেননি। প্রতি সপ্তাহে ১৬ ঘণ্টা অতিরিক্ত কাজ করেন চিকিৎসকেরা। এর জন্য কোনো টাকা দেওয়া হয় না। মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় চার মাস। সংক্রামক ব্যাধির ছুটি ২৮ দিনের জায়গায় ১৪ দিন দেওয়া হয়। এসব মিলিয়ে আজ সকালে চিকিৎসকেরা কাজ করা থেকে বিরত ছিলেন। পরে কর্তৃপক্ষ বেতন কর্তনের বিষয়টি স্থগিত করলে কাজে যোগ দেন সবাই।
মা ও শিশু জেনারেল হাসপাতালে ৬৫০ শয্যা রয়েছে। হাসপাতাল ও কলেজ মিলে এখানে চিকিৎসক সংখ্যা চার শর মত।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়