Dr. Aminul Islam
Published:2022-03-31 06:02:11 BdST
ইউক্রেনে বসবাসরত নাক কান গলা বিশেষজ্ঞ ডা হাবিব পরমানিক আর নেই
ডা হাবিব পরমানিক
ডেস্ক
ইউক্রেনে বসবাসরত নাক কান গলা বিশেষজ্ঞ ডা হাবিব পরমানিক আর নেই।
ডা সুকুমার সুর রায় জানান,
গত মঙ্গলবার সম্ভবত সকালের দিকে সে মারা গেছে। কী কারনে কীভাবে মারা গেছে তার বিস্তারিত কিছু জানা যায়নি। মেসেঞ্জারে হাবিবের মেয়ে ললিতা শুধু মৃত্যুর খবরটিই দিয়েছে আর কিছু জানায়নি।
হাবিব ছিল আমার সেই সময়ের ক্লোজ বন্ধুদের একজন।
৭৫ সালে যখন গ্রাম ছেড়ে প্রথম রাজশাহী শহরে আসি তখন দ্রুতই হাবিবের সাথে বন্ধুত্ব হয়। হাবিব পাবনা জেলার সুজানগরের ছেলে ছিল।
এস এস সি তে রাজশাহী ল্যাবরেটরি স্কুল থেকে রাজশাহী বোর্ডে থার্ড হওয়া ছেলে হাবিব রাজশাহী কলেজে ভর্তি হওয়ার পরেই আমার সাথে কেমন করে যেন গাঢ় বন্ধুত্বে জড়িয়ে গেছিল সে এক বিস্ময়।
হয়তো গ্রাম্য সরলতা পরস্পরকে আকর্ষণ করে থাকতে পারে।
সেই হাবিব ইন্টার্মিডিয়েট পাশ করার পরে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে চলে যায়।
অনেক পরে জানতে পারি হাবিব ইউক্রেনের খারকভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রী ও পরে নাক কান গলা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছে।
তারপর ইউক্রেনের একজন সুন্দরী নারীকে বিয়ে করে সেখানেই স্থায়ী ভাবে বসবাস শুরু করেছিল।
প্রায় ৪০ বছর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে হাবিবকে খুঁজে পাওয়া যায়।
রাজশাহী কলেজের বন্ধুদের একটি গ্রুপের সাথেও যোগাযোগ স্থাপিত হয়।
সেই থেকে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ চলছিল। গত জানুয়ারি মাসে কয়েকদিনের জন্য দেশে এসেছিল আবার যুদ্ধ শুরু হওয়ার আগেই চলে গেছিল।
আমরা প্রায়শই ইউক্রেন যুদ্ধের কারনে তার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতাম।
খারকিভ থেকে ৩০০ কিলোমিটার দুরের দানিপার নদীর তীরে জাপোরিঝিয়া শহরে সপরিবারে হাবিব প্রামাণিক বসবাস করতো।
আজ হঠাৎ করে হাবিবের মেয়ের বার্তা থেকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
চির বিদায় বন্ধু। চির শান্তিতে থাকো।
আপনার মতামত দিন: