Dr. Aminul Islam
Published:2022-03-27 21:27:29 BdST
ক্রাইম পেট্রল বাংলাদেশঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মেধাবী ডা. বুলবুল আহমেদ নিহত
মেডিকেল সংবাদ দাতা
____________________
বাংলা দেশের রাজধানী ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নবীন মেধাবী চিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৫টার দিকে শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ডা বুলবুল আহমেদ ডেন্টিস্ট ছিলেন। তিনি লোক সেবী চিকিৎসক হিসেবে সকলের প্রিয় ছিলেন। তাঁর পরিবারে শোক ও মাতম চলছে।
খুনিরা ছিনতাইকারী ছিল বলে পুলিশ মনে করছে।
পুলিশ কর্মকর্তা মাহতাব উদ্দিন মিডিয়াকে জানান, ভোর ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে ডা. বুলবুল আহমেদ গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত চলছে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খুঁজে বের করা হবে ।
মেধাবী তরুণ ডা বুলবুল আহমেদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। তিনি বলেন, এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। এই মৃত্যু রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি। অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই । রাষ্ট্রের জনগনের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আপনার মতামত দিন: