Dr.Liakat Ali
Published:2022-03-15 22:09:36 BdST
ময়মনসিংহ মেডিকেল মর্গ থেকে মর্মান্তিক ফেসবুকে স্টাটাস লিখে ময়মনসিংহে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
সংবাদ সংস্থা
______________
বাংলাদেশের ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজার এলাকায় পরিবারের সঙ্গে অভিমান করে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।
রোববার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের বয়স ১৬ বছর মাত্র।সে একজন কলেজ শিক্ষকের পরম স্নেহময় কন্যা। বাবামায়ের অকৃত্রিম ভালবাসায় বেড়ে উঠছিল। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
আত্মহত্যার আগে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাস দেয় সে। সেখানে তিনি নিজের স্বাধীনতার ওপর পরিবার সদস্যদের হস্তক্ষেপের কারণে দীর্ঘদিনের ক্ষোভের কথা তুলে ধরে। সেই রাগ-ক্ষোভ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে, সেকথাও জানায়।
পরিবারটি ও সদস্যরা পরম শোকে মোহ্যমান। কষ্ট সইবার ভাষা তাদের জানা নেই।
নিহতের বাবা জানান, আমার মেয়ে একটু অভিমানী ছিল। আজ রোববার স্কুলে না গিয়ে তার মাসির বাসার ছাদে উঠে আত্মহত্যা করে। ফেসবুক স্ট্যাটাসটা কেউ দেখার আগেই সে মৃত্যুর পথ বেছে নেয়। আগে জানলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়ার কাছে বলেন, বাবা-মা ও ভাইয়ের প্রতি নানা অভিযোগ ও অভিমান থেকেই গত তিন বছর ধরে আত্মহত্যার পথ খুঁজছিল সে। গত দু’দিন সে স্কুলেও যায়নি। গত শনিবার তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
তিনি বলেন, নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন গভীর শোক জানিয়েছেন এই অনাকাঙ্ক্ষিত শোকাবহ ঘটনায়।
এই পরিবারের কষ্ট যেন আমাদের সকলের।
টিনএজ সন্তানের ব্যাপারে পরিবারের সস্নেহ ভালবাসা সকল বাবা-মা র। এই টিনএজ কিশোরী সেই স্বর্গীয় ভালবাসা অবশ্যই পেয়েছে।
তারপরও সকলের অজান্তেই তার মধ্যে দানা বেঁধেছে গভীর অভিমান।
শোকার্ত চিত্তে বিনয়ের সঙ্গে বলি,
গভীর ভালবাসা, সস্নেহ শাসনের পাশাপাশি এই টিনএজ অভিমান নিয়ে সকল পিতামাতার সতর্কতা দরকার।
টিনএজ সন্তান মনোজগৎ এক বহু রঙা ক্যানভাস।
সে সম্পর্কে আধুনিককালে সতর্কতার বিকল্প নেই।
আপনার মতামত দিন: