Dr.Liakat Ali

Published:
2022-03-10 02:35:49 BdST

আন্তর্জাতিক নারী দিবস ও সিএমসির ওয়াশ রুম


প্রতীকী ছবি

 


ডেস্ক
______

নারী দিবস আসে। আড়ম্বরে পালন হয়। নানা প্রতিশ্রুতি র বন্যা বয়ে যায়। কিন্তু প্রকৃত সমস্যাগুলো থেকে যায় সেই তিমিরেই।

তেমনই এক জগদ্দল সমস্যাকে তুলে ধরেছেন প্রাক্তন সিএমসি ও প্রবাসী সুলেখক চিকিৎসক মোহাম্মদ মহিউদ্দিন। তিনি লিখেছেন,

১। আমার মনে হয় চট্টগ্রাম মেডিকেলে নারী কর্মীর সংখ্যা ৩০-৪০%।

২।সেই তুলনায় নারী বান্ধব ওয়াশ রুমের সংখ্যা খুবই কম বলে আমার ধারনা।কারন ২০১৯ এ সিএমসি তে একটি মিটিং শেষে একজন নারী চিকিৎসক এর সাথে আলাপের এক পর্যায়ে উনি জানালেন সিএমসির ওয়াশ রুম এর ভয়াভয় পরিবেশ এর কথা।

৩। উনি বলেছিলেন অনেক নারী কর্মী (চিকিৎসক সহ) খুব একান্ত দরকার না হলে ওয়াশ রুম ব্যবহার করতে চান না।

৪।ওয়াশ রুম এর তিক্ত অভিজ্ঞতার ব্যাপারটি সিএমসির নারী চিকিৎসকরা হয়তো আরো বেশী ভালো বলতে পারবেন।

৪। আন্তর্জাতিক নারী দিবসে একটি পরিচ্ছন্ন ওয়াশ রুমের আশা করা কি বেশী চাওয়া?

বিঃদঃ ওয়াশ রুমের ছবিটি সিএমসি র নয়।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়