Dr.Liakat Ali

Published:
2022-03-06 22:34:04 BdST

মর্গ থেকে মর্মান্তিকমোটর সাইকেলে চলন্ত অবস্থায় শিশু সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে মারা গেলেন পিতাও


পিতা ও পুত্র

 

ডেস্ক
________
পানিতে ডুবে দুই বছরের সন্তান মহম্মদ জাকারিয়ার অকাল মৃত্যুর খবর পেয়েছিল পিতা মোটরসাইকেলে চলন্ত অবস্থায়। মর্মান্তিক ট্রাজেডিতে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মারা গেছেন শোকসন্তপ্ত বাবা মহম্মদ আজগর।
শনিবার বেলা আড়াইটার দিকে নেয়াখালি সদর উপজেলার মাদারতলী এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যায় শিশু মহম্মদ ।

বেলা সাড়ে তিনটার দিকে এক আত্মীয় পিতা মহম্মদ আজগরকে ফোন করে ছেলের মৃত্যুর সংবাদ জানান। এ সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। সে অবস্থায় সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়