Dr.Liakat Ali
Published:2022-03-02 04:25:45 BdST
মর্মান্তিক দেশলাই কাঠির মুহূর্তের আগুনে পুড়ে স্বামী স্ত্রী ও ৩ সন্তানের অকাল মৃত্যু
প্রয়াত পরিবার
ডেস্ক
___________
স্কুল শিক্ষক মকবুল মিয়া ওরেখা বেগম এবং তাঁদের দুই সন্তান জোবায়ের হোসেন ও আরিফ হোসেন সকলেই এখন ছবি। দেশলাই কাঠির মুহূর্তের আগুন থেকে সৃষ্ট শোকাবহ ট্রাজেডিতে কেড়ে নিয়েছে তাদের সবার প্রাণ।
শিক্ষক দম্পতি ছিলেন মকবুল মিয়া (৪২) ও রেখা বেগম (৩৫)। মাতৃছায়া কিন্ডারগার্টেনে দুজনই পড়াতেন। করোনা কালে দূর্বিষহ অর্থ নৈতিক বিপর্যয় ও টানাপোড়েনের শেষে সবে নতুন সম্ভাবনার আলো দেখতে পাচ্ছিলেন দম্পতি। রেখা বেগম ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। দুই ছেলে পাশাপাশি গর্ভের কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল স্বামী স্ত্রী। কিন্তু সবই এখন আগুনে ছাই।
জানা যায়,
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকায় গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে যায় এই দম্পতির ১১ বছর বয়সী শিশু আরিফ হোসেন। দেশলাই জ্বালাতেই মুহূর্তে পুরো ঘর আগুনে ছেয়ে যায়। আরিফকে বাঁচাতে ছুটে আসেন তার মা, বাবা ও ছোট ভাই। অগ্নিকাণ্ডের ফলে বাসার বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে দরজা খুলে বের হতে পারেননি কেউই। ভেতরে আটকা পড়ে মকবুল, রেখা বেগম, বড় ছেলে আরিফ ও ছোট ছেলেশিশু জোবায়ের হোসেন (৭) সবাই দগ্ধ হন।
এলাকাবাসী, পুলিশ এবং আশুগঞ্জ, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের চারটি দলের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ শিশু জুবায়েরের মৃত্যু হয় ঘটনাস্থলে। আর অন্তঃসত্ত্বা রেখা বেগম, তাঁর স্বামী মকবুল ও বড় ছেলে আরিফকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ১৯ ঘণ্টা পর রেখার স্বামী মকবুল মারা যান। আর রেখার গর্ভে থাকা মেয়েসন্তানের জন্ম হয় মৃত অবস্থায়। অগ্নিদগ্ধ বড় ছেলে আরিফ গত রোববার সকালে এবং সর্বশেষ গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রেখারও মৃত্যু হয়।
আপনার মতামত দিন: