Dr. Aminul Islam
Published:2022-03-02 03:43:40 BdST
অকালে চলে গেলেন ডা. আতাউল হক টিপু
ডা টিপু
ডেস্ক
_______________
অকালে চলে গেলেন ডা. আতাউল হক টিপু।
খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের এনাটমী বিভাগের প্রধান ছিলেন তিনি। সন্ধানী কেন্দ্রীয় পরিষদের প্রাক্তন সভাপতি, অধ্যাপক শিক্ষক চিকিৎসক হিসেবে সকলের প্রিয় ছিলেন তিনি। ডা. আতাউল হক টিপু ঢাকা মেডিক্যাল কলেজের ব্যাচ কে-৪৪র ছাত্র। ১ মার্চ রাত ২.৫৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা সন্তান রেখে গেছেন।
ডা. আতাউল হক টিপুর অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। এক শোকবার্তায় তিনি বলেন, প্রয়াত ডা আতাউল হক টিপু একজন সজ্জন পরোপকারী চিকিৎসক হিসেবে সকলের মনে জয় করেছিলেন। তাঁর প্রয়াণে বাংলাদেশ একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল।
অকাল মৃত্যুতে শোক জানিয়েছে এফডিএসআর। তারা বলেছে, গভীর শোক প্রকাশ করছি। প্রয়াতের পরিবারের সবার প্রতি আমাদের সমবেদনা রইল।
আপনার মতামত দিন: