Dr.Liakat Ali

Published:
2022-02-28 01:13:49 BdST

নওগাঁর সাপাহার উপজেলা হাসপাতাল এখন মনোরম ফুলবাগান


সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স

 


সংবাদ দাতা
_______________

নওগাঁ জেলার সীমান্তের সাপাহার উপজেলা হাসপাতাল এখন মনোরম ফুলবাগান । রাস্তার দু’পাশে নানা ধরণের ফুল গাছ। সুসজ্জিত ফুল বাগিচা। হরেক রকম বাহারী ফুলের গাছ। লাল,নীল,হলুদ সহ নানান রঙ—বেরঙের ফুল। ঝর্ণার পানি সংরক্ষিত রাখার ছোট্ট একটি চৌবাচ্চা। আরেকটু সামনে এগিয়ে গেলে দৃষ্টি পড়ে বনজ ও ঔষধি গাছের বাগান। এখানে শোভা পাচ্ছে নানা রকম বনজ ও ঔষধি গাছ।এর পাশেই শোভা পাচ্ছে শান বাঁধানো দৃষ্টিনন্দন পুকুর ঘাট। পুকুরের পানিতে শোভা পাচ্ছে জাতীয় ফুল শাপলা।

১৯৮২ সালে সরকারীভাবে প্রতিষ্ঠিত হয় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৮৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট ভবন হিসেবে নির্মিত হয়।

পরে ৫০ শয্যা বিশিষ্ট রোগীবান্ধব হাসপাতাল নামে পরিচিতি পায়।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়