SAHA ANTAR

Published:
2022-02-25 21:31:02 BdST

মর্গ থেকে মর্মান্তিকআজারবাইজানে পড়তে গিয়ে খুন হলেন বাংলাদেশের অদম্য মেধাবী রিয়া ফেরদৌসি


নিহত রিয়া

 

ডেস্ক
________________


আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিয়ে অভাবী পরিবারের হাল ধরতে চেয়েছিলেন বাংলাদেশের অদম্য মেধাবী রিয়া ফেরদৌসি । কিন্তু স্বপ্ন পূরণ হল না। বুধবার তিনি খুন হয়েছেন সেখানে। এখন কান্নার শব্দ রিয়ার পরিবারে। বাকুতে পড়াশোনা এবং একটি রেস্তোরাঁয় খণ্ডকালীন কাজ করতেন রিয়া। রেস্তোরাঁয় যাতায়াতের সময় স্থানীয় কিছু বখাটে তাঁকে নিয়মিত উত্ত্যক্ত করত। তাদের কথায় রাজি না হওয়ায় গত বুধবার সকালে রিয়াকে তুলে নিয়ে যায়। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর ডান হাত ভাঙা, পা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
রিয়ার বাড়ি রাজশাহীর পুঠিয়ার কাঁঠালবাড়িয়ায়। বাবার নাম মহম্মদ বক্কর মিয়া। মহম্মদ বক্কর খড় বিক্রি করে সংসার চালান। রিয়ার এক ভাই মুদিদোকান চালান। রিয়া ছিলেন অদম্য মেধাবী। সংস্কৃতিমনা ছিলেন। এলাকায় থাকতে বেসরকারি সংস্থা ব্র্যাকের সচেতনতামূলক নাটকে অভিনয় করতেন। বিভিন্ন গ্রামে এর প্রদর্শনী হতো। তাকে নিয়ে ছিলো পুরো পরিবারের বিশাল স্বপ্ন।

ঢাকার একটি কলেজ থেকে কয়েক বছর আগে রিয়া স্নাতক (সম্মান) শেষ করেছেন। আইন বিষয়ে পড়তে গত বছর আজারবাইজানের বাকু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়