Dr.Liakat Ali
Published:2022-02-17 09:33:13 BdST
আইসিইউতে শত মানুষের জীবন রক্ষাকারী ডা.সামিনা নিজেই আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
ডেস্ক
__________
চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা সামিনা অাক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।সামিনার ভাতিজি জানান, তার ফুপু ইউএসটিসিতে এমবিবিএসের ৫ম ব্যাচের ছাত্রী ছিলেন। কয়েক বছর আগে তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউতে যোগ দেন। ফুপু এখন আইসিইউতে লাইফ সাপোর্টে অচেতন আছেন। তিনি আইসিইউতে শতাধিক মানুষের জীবন বাঁচাতে নিজেকে উৎসর্গ করেছিলেন। কিন্তু এখন তিনি নিজেই আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ৫ম ব্যাচের এমবিবিএস প্রাক্তন ছাত্রী সামিনা। মঙ্গলবার রাতে রিকশায় করে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে কাজির দেউড়ি এলাকায় তার রিকশাকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করার পর তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী জানান, সামিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার মাথা থেকে পা পর্যন্ত একাধিক আঘাতের চিহ্ন আছে।
আপনার মতামত দিন: