SAHA ANTAR

Published:
2022-02-16 20:12:18 BdST

হাসপাতাল থেকে বলছিসুররাজা বাপি লাহিড়ী আর নেই


 

 

সংবাদ প্রতিদিন :

সংগীত জগতে ফের এক নক্ষত্রপতন। চলে গেলেন বর্ষীয়ান সুরকার-গায়ক বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri)। মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯। এই বাঙালি ছিলেন সমকালের বাংলা ও হিন্দি গানের সুর রাজা।  

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সংগীত পরিচালক। ভরতি হতে হয়েছিল হাসপাতালে। সেখান থেকে সোমবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু মঙ্গলবার থেকে ফের তাঁর শারীরিক অবনতি হতে থাকে। সঙ্গে সঙ্গে খবর যায় তাঁর চিকিৎসকের কাছে। এরপরই ফের তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, মধ্যরাতে প্রয়াণ ঘটে প্রবীণ শিল্পীর।

সংবাদ সংস্থা পিটিআইকে হাসপাতালের ডিরেক্টর ড. দীপক নমযোশী জানিয়েছেন, তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে OSA তথা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনির কথা।

গত শতকের আটের দশকে ভারতীয় চলচ্চিত্রের জগতে পপ-ডিস্কো গানের যে জোয়ার এসেছিল তাঁর অন্যতম পুরোধা ছিলেন বাপি।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়