Dr. Aminul Islam

Published:
2022-01-30 23:07:50 BdST

অকালে চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক ডা. জাহেদুল ইসলাম


 

সংবাদ দাতা
_________________

সবাইকে শোক সাগরে ভাসিয়ে অকালে চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক ডা. জাহেদুল ইসলাম। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রয়াত হয়েছেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান
জানান, গত ১৭ জানুয়ারি নিজ বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ডা. জাহেদুল ইসলাম। এর পর তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা উপসর্গের কারণে প্রথমে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। নমুনা পরীক্ষায় কোভিড শনাক্ত হলে তাঁকে কোভিড আইসিইউ শয্যায় স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার তিনি মারা যান।

তিনি করোনা টিকার একটি ডোজ নিয়েছিলেন বলে জানান ডা. মহিউদ্দিন খান।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক ডা. জাহেদুল ইসলামের প্রয়াণে গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন।

ময়মনসিংহ সদরের কাঁচিঝুলি এলাকায় সন্তান ডা. জাহেদুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে অবসরকালীন ছুটিতে ছিলেন। এর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়