Dr. Aminul Islam

Published:
2022-01-15 03:11:52 BdST

বরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজওয়ানা কাদেরী আর নেই



ডেস্ক
____________


বাংলাদেশের প্রথিতযশ মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজওয়ানা কাদেরী আর নেই।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক ডা তারিকুল আলম সুমন জানান,

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর আজীবন সদস্য ডা. রেজওয়ানা কাদেরী, আজ (১৪ জানুয়ারি, ২০২২) সকাল ১১.৩০ টায় মারা যান।
তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ছিলেন। সলিমুল্লা মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

প্রথিতযশ মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজওয়ানা কাদেরীর প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। বলেন, বাংলাদেশের সাইকিয়াট্রির জগতে তিনি ছিলেন আলোকবর্তিকাস্বরূপ। তিনি যে পথ দেখিয়েছেন, সেই আলোকিত পথে আজ মনোরোগ চিকিৎসা ব্যবস্থা শক্ত ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর প্রয়াণে যে শূন্যতা তৈরি হল, তা পূরণ হওয়ার নয়।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়