SAHA ANTAR

Published:
2022-01-05 03:03:09 BdST

এইমস-র ৫০ জন চিকিৎসককে আইসোলেশনে পাঠানো হয়েছে


এইমস দিল্লি

 

অন্তর সাহা কলকাতা
______________


করোনা সতর্কতায় ভারতবর্ষের শীর্ষ চিকিৎসা সেবালয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) ৫০ জন চিকিৎসককে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনা পরীক্ষায় এই চিকিৎসকদের কয়েকজনের পজিটিভ ফল এসেছে এবং অন্যদের মধ্যে করোনা উপসর্গ দেখা গেছে। এ কারণে তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়।

এ ছাড়া, আগামী ৫ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এইমসে কর্মরত সবার শীতকালীন ছুটির অবিশিষ্ট সময় বাতিল করা হয়েছে এবং তাদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে।

 

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৩৭৯ জনের।


এখন পর্যন্ত ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৮৯২ জনের। কেবল মহারাষ্ট্রেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৬৮ জন।


গত ২৪ ঘণ্টায় ওমিক্রন শনাক্ত হয়েছে ১৯২ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ১২৪ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ১৭ জনে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়