Dr. Aminul Islam
Published:2021-12-30 23:17:05 BdST
হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে টাউন হলের সামনে পিটিয়ে হত্যা
সংবাদদাতা
_________
হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে শহরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলাম (৩৫)। ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি জানান।
হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ আহমেদ ইমতিয়াজ তুহিন জানান, সম্প্রতি কয়েকজন যুবকের সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়েছিল। হয়তো এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
আপনার মতামত দিন: