Dr.Liakat Ali
Published:2021-12-22 21:46:44 BdST
অভিনন্দন চমেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান
সংবাদ দাতা
_________________
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান।
সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর এবং সিএমসি২৮ ডা. সুলতানা আলগিন এক শুভেচ্ছা বার্তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসানকে অভিনন্দন জানান। বলেন, নতুন পরিচালকের কাছে প্রত্যাশা, সিএমসি হাসপাতালে জনমুখী সেবা বাড়বে। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। এক্ষেত্রে তিনি অগ্রণী পদক্ষেপ নেবেন।
বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। ২০২০ সালের ১ মার্চ চমেক হাসপাতালের পরিচালক পদে যোগ দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।
আপনার মতামত দিন: