ডাক্তার প্রতিদিন
Published:2021-12-15 21:39:16 BdST
বরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ অনুপ কুমার সাহা আর নেই
সংবাদ দাতা
____________________
বাংলাদেশের বরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ
প্রফেসর ডাঃ অনুপ কুমার সাহা প্রয়াত হয়েছেন।
১৪ ডিসেম্বর ২১ শেষ রাতে তিনি প্রয়াত হন। কিছু কাল ধরে তিনি অসুস্থ ছিলেন বলে স্বজন সূত্র জানায়।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি লাখো রোগীর সুচিকিৎসা দিয়ে সকলের প্রিয় ডাক্তার হিসেবে পরিচিতি পান।
প্রফেসর অফ মেডিসিন হিসেবে তিনি
স সলিমুল্লাহ মেডিকেল কলেজ,ঢাকা থেকে অবসর নেন। পরে
মেডিকেল কলেজে তিনি মেডিসিনের অধ্যাপক হিসেবে শিক্ষা ও সেবা দিয়েছেন দীর্ঘ কাল।
এমবিবিএস,এফসিপিএস(মেডিসিন) করার পর
এমডি(ইন্টার্নাল মেডিসিন) করেন। পরে এফএসিপি(আমেরিকা) হিসেবে সম্মানিত হন।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস বিসি পিএস তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।
বাংলাদেশের বরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ
প্রফেসর ডাঃ অনুপ কুমার সাহা প্রয়াণে গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা অালগিন।
শোক এপিটাফে তিনি বলেন, এই মৃত্যুতে বাংলাদেশ এক শ্রেষ্ঠ সন্তানকে হারাল। অনুপদা অমায়িক মানুষ হিসেবে সকলের প্রিয় ছিলেন। রোগীর সেবায় নিবেদিত ছিলেন মানবিক চিকিৎসক হিসেবে।
আপনার মতামত দিন: