ডেস্ক

Published:
2021-12-11 22:08:48 BdST

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে গভীররাতে চিকিৎসকের ওপর হামলা



সংবাদ দাতা
_________________

 

গভীর রাতেও নিরাপদ নন ডাক্তার। 

এবার চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে গভীর রাতে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসারের উপর হামলা করেছে রোগীর স্বজনরা। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটা- ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হেপাটোসেলুলার কারসিনোমায় (লিভার ক্যান্সার) আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন একজন রোগী।

অবস্থার অবনতি হওয়ায় তাকে অপেক্ষাকৃত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে স্বজনরা তাঁকে নিয়ে যেতে অসম্মতি প্রকাশ করেন। তারা যে কোনো পরিণতির দায় নিয়ে রোগীকে সৈয়দ নজরুলেই রেখে দেওয়ার বিষয়ে বন্ড সই করেন।

গভীররাতের দিকে রোগী মারা গেলে রোগীর স্বজনরা কর্মরত মেডিকেল অফিসার ও ইন্টার্ন ডাক্তারের উপর অতর্কিতে হামলা চালায়। এতে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসার গুরুতর আহত হন।

এ সময় ইন্টার্ন চিকিৎসকের কক্ষ ভাঙচুর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে সকল ইন্টার্ন চিকিৎসক ডিউটি বর্জনের পাশাপাশি সকল শিক্ষার্থী তাদের ক্লাস বর্জন করেছে। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সুষ্ঠু বিচারের দাবিতে হাসপাতালে অবস্থান করছে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়