Ameen Qudir

Published:
2017-02-13 16:16:37 BdST

ভূয়া এমবিবিএস : কখনও ওসমানী , কখনও ঢাকা মেডিকেলের নাম ভাঙাচ্ছিল



সংবাদদাতা , কিশোরগঞ্জ জানান,

কিশোরগঞ্জে ১১ ফেব্রুয়ারি ২০১৭ এমবিবিএস ডাক্তার পরিচয়দানকারী এক ভূয়া ডাক্তারকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সুনামগঞ্জের সুমন নবীনগর মাইজবাড়ি, পোস্ট-সুনামগঞ্জ , উপজেলা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ গত তিন দিন ধরে কিশোরগঞ্জ শহরের আল মোবারক হোটেলে অবস্থান নিয়ে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে টেলিফোনে ও পরিচিতজনদের মাধ্যমে রোগী সংগ্রহ করে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো।

স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে অনেকে রোগী সেজে হোটেলে তার কাছে গেলে সে নিজেকে এমবিবিএস ডাক্তার এবং একবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আরেকবার ঢাকা থেকে এমবিবিএস পাস করেছে বলে জানায়। বিষয়টি জেলার সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন এবং অতিরিক্ত জেলা প্রশাসককে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে এর সত্যতা পান।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়