Dr. Aminul Islam

Published:
2021-10-17 19:28:57 BdST

মর্গ থেকে মর্মান্তিকঢাকার নিকুঞ্জের একটি বাড়িতে মেধাবী চিকিৎসকের লাশ


মেধাবী প্রয়াত চিকিৎসক

 

সংবাদ দাতা
___________________
রাজধানী ঢাকার খিলখেতের নিকুঞ্জের একটি বাড়ি থেকে ডা. জয়দেব চন্দ্র দাসের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৬ অক্টোবর রাত ৮টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মেধাবী ডা. জয়দেবের সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাশ করেন। তিনি সিওমেকের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী
ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

নবীন মেধাবী চিকিৎসক জয়দেবের অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন।
তিনি প্রয়াতের পরিবার সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে বলেন, এই মর্মান্তিক মৃত্যু আমাদের সকলকে বেদনা আক্রান্ত করছে।

খিলখেত থানা সূত্রে জানা গেছে, নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাটের কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। এর পর প্রতিবেশীরা থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একটি লাশ দেখতে পায় পুলিশ।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, গত ৫ থেকে ৬ দিন আগে তিনি ওই বাসায় ওঠেন। ওই ফ্ল্যাটে মেস করে থাকতেন জয়দেব। সেখানে তার সঙ্গে আরও একজন চিকিৎসক ছিলেন। পূজার ছুটিতে বাড়ি গেছেন তিনি।

পুলিশ সূত্র জানায় , লাশ উদ্ধারের সময় তার হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল ও ক্যানোলা লাগানো ছিল।
পুলিশ সূত্র জানায়,
বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়