Dr. SAYEED ENAM

Published:
2021-10-13 19:20:08 BdST

কুসুম মাঝে মধ্যে পালিয়ে যায়: যখন পালাতে উদ্যত হয় তখন তার মধ্যে কিছু অদ্ভুত আচার আচরণ দেখা যায়


লেখক


ডা সাঈদ এনাম
__________________

কুসুম (ছদ্মনাম) ১৪ বছর বয়স মাঝেমধ্যে ঘর থেকে কাউকে না বলে চলে যায়। যায় সে পরিচিত আত্মীয়দের বাসায়, যার বাসা সে তার মা বাবার সাথে আগে গিয়ে থাকে। যেমন মামা খালা ফুফুদের বাসায়।

মা বাবার উদ্বেগের কারন হলো সে যখন যায় কাউকে না বলে ঘর থেকে যায়, লুকিয়ে টাকা নেয়, একা একা চলে যায়। কাপড়চোপড় সাথে নেয়না।

যেমন সে একবার সিলেট থেকে কুমিল্লা, একবার ঢাকা চলে গিয়েছিলো আত্মীয়ের বাসায়, একা কাউকে কিছু না জানিয়ে।

সে কারনে ইদানীং মা বাবা সাধারণত কোথাও তাকে নিয়ে যান না। কারন সে কোন একদিন ঔ জায়গায় না বলে পালিয়ে যাবে।

মা বাবা এমন ও জানিয়েছেন "সে যদি আমাদের বলতো যে, ঐ খানে আমার যেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমরা তাকে পাঠানোর ব্যবস্থা করতাম। কিন্তু সেটা ও মেয়েটি আবদার করে বলে না কখনো।" তাকে সবাই খুব আদর করেন।

সে যে খুব জেদী স্বভাবের তাও না।

সমস্যা হলো হুট করে চুপিসারে সে ঘর থেকে চলে যায়।

সে যে কারো হাত ধরে বা ফোন পেয়ে চলে যায়, এমন ও না।

তার কোন ছেলের সাথে সম্পর্ক আছে এরকমও কিছু নাই।

সে কোন সেক্সুয়েল এব্যুজ হয়েছে কিনা, সে রকম কোন হিস্ট্রি উদঘাটন করা যায়নি।

এমন কি সেক্সুয়ালি এব্যুজ কথাটি সে ঠিক মতো বুঝেও না।

তার ডিলিউসন নেই, হ্যালুসিনেশন নেই। এটেনসন ডেফিসিট নেই। হাইপার এক্টিভিটি। অবসেশন নেই। ঘটনাটা আকষ্মিক, কয়েক মাস পরপর।

তার বডি গ্রোথ এভাফ দেন নরমাল। মেন্সট্রুয়েসন হিস্ট্রি নরমাল।

তার সেল্ফ টক, সেল্ফ হার্ম নাই।

পড়াশোনায় সে ভালো। সামান্য পড়েই সে যে কোন হোম ওয়ার্ক কমপ্লিট করে ফেলতে পারে।

স্পেসিফিক কাউকে সে ভালোবাসে না। তাকেও কেউ পছন্দ করে কিনা সেটা সে জানেনা বা বুঝেনা। অর্থাৎ রোমান্টিসিজম তার মধ্যে নেই।

সে বিয়ে করতে চায় কিনা সেরকম কোন বোধ বা ইচ্ছা নেই। বরং এসব প্রশ্ন ও কথায় কখনো খানিকটা লজ্জাবোধ, হাসতেও দেখা যায়। তার হাসিটা ৫/৬ বছরের বাচ্চাদের মতো অর্থাৎ না বুঝে হাসা।

সে যে পালিয়ে যায় সেটা সে বুঝেনা। তার যেতে ইচ্ছে করে, তাই চলে যায়।

তার মা একটা ক্লু দিলেন, 'তাকে আমরা যখন যেখানে বেড়াতে নিয়ে যাই তখন সেখানে সবাই তাকে খুব আদর করেন। জিগ্যেস করলে বলে, সে নাকি ঐ আদরের কারনেই ঐ বাড়িতে পালিয়ে যায়।

কিন্তু ঐখানে গিয়ে সে দু'এক দিনের বেশী আবার থাকতে চায়না।

সে যখন পালাতে উদ্যত হয় তখন তার মধ্যে কিছু অদ্ভুত আচার আচরণ পরিলক্ষিত হয়। একটু অস্থির অস্থির ভাব পরিলক্ষিত হয় তার মাঝে'।

তখন মা এলার্ট হয়ে যান। তিনি বুঝতে পারেন সে হয়তো পালাবে, তাই তখন চোখে চোখে রাখেন।

কিন্তু তারপর ও সে খুব টেলেন্ট উপায়ে পালিয়ে যায়। যেমন 'বাথরুমে যাচ্ছি', 'উঠোনে খেলবো' এরকম কিছু একটা বলে মা'কে ব্যস্ত রেখে বলে চুপ করে পালিয়ে চলে যায়। রাস্তায় সি এন জি দাড় করায়, সেটা নিয়ে চলে যায়।

দুদিন তিন দিন পর সে ফিরে আসে বা ফিরে আসার জন্যে ছটফট করে।

সে মাঝেমধ্যে চুপ করে খাটের নীচে লুকিয়ে বসে থাকে। ঘন্টার পর ঘন্টা খুঁজে তাকে টেনে বের করা হয়।

তার ছোট বেলা হেড ইনজুরির একটা হিস্ট্রি আছে। ন'মাস বিয়সে বিছানা থেকে পড়ে যেয়ে অজ্ঞান হয়। তার চাইল্ড হুড ডেভেলমেন্ট, পিয়ারশিপ রিলেশনশিপ নরমাল। সে কিছুটা ইন্ট্রোভার্ট। কম কথা বলে।

তার হরমোনাল টেস্ট, ই.ই. জি (To exclude Epileptoid Personality) , এবং এম আর আই (To see any insult on previous head injury) দেয়া হয়েছে।

আপাতত তাকে এন্টিসাইকোটিক ওষুধ দেয়া হয়েছে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়