ডা. মোহাম্মদ মহিউদ্দিন

Published:
2021-09-26 03:37:39 BdST

কোড BLUE:সব মেডিকেল কলেজ হাসপাতালে থাকা জরুরি


 

ডা. মোহাম্মদ মহিউদ্দিন
প্রখ্যাত চিকিৎসক ও লেখক
______________________

কোড BLUE:

প্রতিটি হাসপাতাল এ বিভিন্ন ইমারজেন্সী সিচুয়েশন এর জন্য বিভিন্ন ধরনের কোড থাকে।কোড Blue সিচুয়েশনএ সাধারণত হাসপাতাল এ অবস্থান্তরত যে কোন রোগী অথবা ব্যক্তির কার্ডিয়াক এরেস্ট হলে ডাকা হয়।ঘোষোনাটি হাসপাতাল এর পাবলিক এনাউন্সমেন্ট সিস্টেম এ দেওয়া হয়।
ঘোষনা টি এভাবে আসে
“Code Blue, Code Blue,
5 Delta North, Room 54 ( 5D, North ওয়ার্ড, রুম নম্বর 54)।”
কোড Blue ঘোষনার সাথে সাথে সমস্ত হাসপাতাল এর লোকজন Standstill হয়ে যায় এবং কোড Blue Team এর লোকজন যে যেখানে যে অবস্থায় থাকে সব কিছু ফেলে ১০০ মিটার Sprinter এর মতো দৌড়ে নির্দিস্ট স্থানে গিয়ে রোগীর Management শুরু করে।

কোড Blue টিমে Internist, Anaesthesiolgist , ER physician, Nurse , Respiratory Therapist সহ অনেকেই থাকে।
কোড Blue টিম এর সদস্যারা যেভাবে ভোঁ করে দৌড় মারে মনে হয় ওদের বাবা, মা , ভাই অথবা বোন মারা যাচ্ছে।আমাদের হাসপাতাল এর কোড Blue সিচুয়েশন দেখেলে মনে হয় আসলেই মানুষ মানুষের জন্য।

পাদটিকা: আমাদের সব মেডিকেল কলেজ হাসপাতাল এ Public Announcement System ইনস্টলেশন করা জরুরী(যদি না থাকে)।

যদি কোড Blue টিম না থাকে,
কোড Blue টিম গঠন করা ও কাজ শুরু করাও জরুরী ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়