Dr. Aminul Islam
Published:2021-09-12 15:44:29 BdST
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের শিক্ষক অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ আর নেই
প্রয়াত অধ্যাপক ডা বিবেকানন্দ নাথ
সংবাদ দাতা
________________
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ আর নেই। শনিবার ১১ সেপ্টেম্বর ২১ সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৮৪ বছর বয়সে চলে গেলেন তিনি।
অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথের প্রয়াণে
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এক শোকবার্তায় বলেন, তিনি ছিলেন চিকিৎসা শাস্ত্রের শিক্ষকদের মহা শিক্ষক। তাঁর স্নেহ ধন্য শিক্ষার্থীরা তাঁর নীতি আদর্শ অনুযায়ী শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। এই শিক্ষকদের শিক্ষকের প্রয়াণে গভীর শোক জানাই। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালের অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথের বয়স হয়েছিল ৮৪ বছর।
ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম তালুকদার শনিবার ১১ সেপ্টেম্বর ২১
ফেসবুকে এক পোস্টে জানান , ‘অধ্যাপক ডা. বিবেকানন্দ নাথ শ্বাস কষ্টে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আপনার মতামত দিন: