ডা. আজাদ হাসান

Published:
2021-09-10 17:29:37 BdST

বেসরকারী ক্লিনিকে কর্মরত চিকিৎসকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল


লেখক

 

ডা.আজাদ হাসান
_________________

আমাদের দেশে বেসরকারী কলেজের শিক্ষকদের জন্য সরকারের একটি বেতন স্কেল বা বেতন কাঠামো আছে। সেই সাথে রয়েছে পদন্নোতির বিধান। যদিও সরকারী কলেজে চাকুরীর তুলনায় বেসরকারি কলেজের শিক্ষকদের আর্থিক সুবিধাধি কম এবং সীমিত।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আমাদের দেশে প্রতিষ্ঠিত শত শত ক্লিনিকে কর্মরত হাজার হাজার চিকিৎসকের জন্য আজো কোনো বেতন কাঠামো গড়ে উঠে নাই।

আমাদের দেশে সরকারী হাসপাতালের বাহিরে সরকারী আধা-শায়ত্ব শাসিত প্রতিষ্ঠান বিসিআইসি'র রয়েছে নিজস্ব হেলথ কেয়ার সেন্টার, পাবলিক বিশ্ববিদ্যালয়েরও রয়েছে নিজস্ব মেডিক্যাল সেন্টার। এবং সে সব প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়মে চিকিৎসকদের বেতন দিয়ে থাকেন। এ ধরনের আরো কিছু প্রতিষ্ঠানেরও চিকিৎসকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকলেও সার্বিকভাবে বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য আজো কোনো সমন্বিত বেতন স্কেল গড়ে উঠে নাই।

আমার মতে, বিসিআইসি কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে কর্মরত চিকিৎসকদের বেতন কাঠামোর আলোকে, বেসরকারী চিকিৎসকদের জন্য "বেতন স্কেল" নির্ধারণ সাপেক্ষে
বেসরকারী ক্লিনিকে কর্মরত চিকিৎসকদের জন্য "স্বতন্ত্র বেতন স্কেল" প্রবর্তন করা সময়ের দাবী।
আমি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ অনুরোধ রাখছি।।


ডা. আজাদ হাসান।
সিওমেক ২১ তম ব্যাচ

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়