Dr.Liakat Ali
Published:2021-08-26 18:34:01 BdST
দ্বিতীয় ডোজ নিলেন রিজভী
ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) গিয়ে তিনি দ্বিতীয় ডোজ টিকা নেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে ২৬ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি।
১৬ মার্চ করোনা আক্রান্ত হন রিজভী আহমেদ। ১৭ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১ এপ্রিল হঠাৎ তাঁর অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে তাঁকে রিলিজ দেওয়া হয়।
আপনার মতামত দিন: