Ameen Qudir
Published:2017-02-09 23:32:54 BdST
কলকাতার কথিত 'কমপ্লিমেন্টারী এমবিবিএস' ময়মনসিংহে গ্রেপ্তার
ময়মনসিংহ থেকে সংবাদদাতা
_________________________
ময়মনসিংহে চরপাড়ার ভরসা ডায়াগনোস্টিক সেন্টার থেকে গোলাম রব্বানী নামে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতার কমপ্লিমেন্টারী বারাসাত বিসিবি মেডিক্যাল কলেজে থেকে এমবিবিএস পাশ করার কথা জানিয়েছেন গোলাম রব্বানী। তার বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জ থানায় এবং তার পিতা ফজলুল হক একজন পল্লী চিকিৎসক ।
ডায়াগনোস্টিক সেন্টার খুলে চেম্বার দিয়ে প্রায় ২ বছর ধরে বিশেষজ্ঞ মেডিসিন পরিচয়ে গোলাম রব্বানী প্রতারণা করে আসছিলেন।
স্থানীয় পৌর কাউন্সিলর দুলাল উদ্দিন রোগীদের সাথে প্রতারণার বিষয়টি জানালে গোলাম রব্বানীকে চেম্বার থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গোলাম রব্বানীর দাবি তিনি কলকাতার বিসিবি মেডিক্যাল কলেজে ২০০২ সালে এমবিবিএস কোর্সে ভর্তি হয়ে ২০০৬ সালে পাশ করেছেন।
আপনার মতামত দিন: