Dr.Liakat Ali

Published:
2021-08-13 15:52:57 BdST

বগুড়ার লোকসেবী প্রবীণ ডা. ফজলুর রহমান মারা গেছেন



ডেস্ক
_______________

বগুড়ার লোকসেবী প্রবীণ ডা. ফজলুর রহমান প্রয়াত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সর্বজন-শ্রদ্ধেয় ডা. ফজলুর রহমানের প্রয়াণে
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন গভীর শোক জানান। তিনি বলেন, বগুড়া অঞ্চলে কিংবদন্তি তুল্য ছিলেন এই প্রবীণ চিকিৎসক।
তাঁর প্রয়াণে বগুড়া সহ বাংলদেশ একজন সূর্য সন্তানকে হারাল।

ডা. ফজলুল রহমান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বগুড়ার আজীবন সদস্য ছিলেন। তিনি ডা. আবু বকর সিদ্দিকী দীপুর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এ সংক্রান্ত এক শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়