ডেস্ক

Published:
2021-08-08 18:53:12 BdST

রাজধানীতে হাসপাতালে ঢুকে চিকিৎসকের উপর ২০/২৫ জনের হামলা, গুন্ডামী


 


বনশ্রীর ইউনিট হাসপাতালের সেই ছবি 

ডেস্ক
____________
রোগীর স্বজনদের হামলা ও গুন্ডামী শিকার হয়ে অাহত হয়েছেন বাংলাদেশের রাজধানীর বনশ্রীর ইউনিট এইড হাসপাতালের চিকিৎসক ডা. নাহিয়ান আল ফারাবী। শুক্রবার ৬ আগস্ট ২০২১সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

চিকিৎসক সমাজ এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ র কঠোর নিরাপত্তা রক্ষা পদক্ষেপ দাবি করেছে। 

মটর সাইকেল থেকে পড়ে হাতে ব্যথা পান এক যুবক। পরে তাকে নিয়ে আসা হয় ইউনিট এইড হাসপাতালে।
নিয়ম অনুযায়ী দক্ষ হাতে ড্রেসিং করছিলেন ডা. ফারাবী। কিন্তু রোগীর লোকজনের কি এক অজানা তাড়া। তারা তাড়াতাড়ি করার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে শুরু অপ্রত্যাশিত গুন্ডামি। শুরু করে ডা. ফারাবীর মারধর। এক পর্যায়ে সেখান থেকে বেড়িয়ে হাসপাতালের ফ্রন্ট ডেস্কে আশ্রয় নেন ভীত সন্ত্রস্ত ডা. ফারাবী। গুন্ডামী অব্যাহত থাকে। তাকে ধাওয়া করে সন্ত্রাসীরা।

ভুক্তভোগী চিকিৎসক ডা. ফারাবী গণমাধ্যমকে বলেন, হঠাৎ রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে যায়। আর বলে আমাকে চিনেন আমি কে? কিছুক্ষণ পর তারা রোগীর রুমে এসে চিৎকার চেচামেচি করে, বাহিরে ২০-২২ জন ছেলে ছিল। তারা সবাই হঠাৎ করে ভিতরে ঢুকে পড়েই আমাকে চড়-থাপ্পড় মারে এবং আমার উপর হামলা চালায়।।

হামলায় ২০-২৫ জন লোক ছিল।

তাদের দলপতির দাবি,  তারা মাফ চেয়ে মিটমাট করে নিয়েছে। 

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়