ডেস্ক

Published:
2021-08-05 14:35:48 BdST

নবজাতক কন্যার নাম স্পৃহা রেখেই আইসিইউ থেকে চিরবিদায় নিলেন মা নার্স লাবনী


স্বামীর সঙ্গে লাবনী। ছবি সংগৃহীত


ডেস্ক
_____________

নবজাতক কন্যার নাম স্পৃহা রেখেই আইসিইউ থেকে চিরবিদায় নিলেন মা বাংলাদেশের নাইটিংগেল স্বাস্থ্যসেবা কর্মী লাবনী।
বিয়ের নয় বছর পর এবারই মা হয়েছিলেন তিনি। তবে মেয়ের জন্মের আগে থেকেই তাঁর করোনা জটিলতা দেখা দেয়। মেয়ের জন্ম দিয়ে এই মাকে যেতে হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে স্বামীকে জানিয়েছিলেন, তিনি মেয়ের নাম রেখে দিলেন ‘স্পৃহা’ । তখনও বোঝা যায় নি, এই নামকরণই হবে মা ও মেয়ের শেষ বন্ধন, শেষ স্মৃতি। আইসিউই লাবনী আর ফিরতে পারেননি। মায়ের মহত্তম দায় বুকের দুধ মেয়েকে খাইয়েছিলেন তিনি । সেও শেষ পান করানো নিজ গর্ভজাত সন্তানকে।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ২ আগস্ট মারা যান নার্স লাবণী । গত ২৮ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ে স্পৃহার জন্ম হয়। মেয়ে জন্মের কয়েক দিন পর করোনা পজিটিভ হওয়ায় মেয়েকে কাছে নিতে পারেননি এই মা।
তারপর সবাইকে কাঁদিয়ে, মেয়েকে একা করে লাবনী চলে গেলেন অসীমের পানে।

বাংলাদেশের নাইটিংগেল স্বাস্থ্যসেবা কর্মী লাবনীর প্রয়াণে গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। তিনি বলেন, এ এক অবর্ণনীয় কষ্ট ও শোকগাথা।
সবাইকে শোকাভিভূত করে চলে গেলেন তিনি। তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাই।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়