ডেস্ক

Published:
2021-08-05 04:09:20 BdST

সার্জারি বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) ডা. মোহাম্মদ মোহাইমেন আর নেই


 

ডেস্ক
__________

না ফেরার দেশে চলে গেলেন মেজর জেনারেল (অব.) ডা. মোহাম্মদ মোহাইমেন।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৮.৩০ টায় নিজ হাসপাতাল সন্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি মিলিটারি সার্জন, সার্জারির শিক্ষক, ১৯৫৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত আর্মি মেডিকেল কোরের আজীবন সদস্য ছিলেন।

সশস্ত্র বাহিনীর স্বাস্থ্য সেবার বরেণ্য চিকিৎসক সার্জারি বিশেষজ্ঞ ডা . মোহাম্মদ মোহাইমেনের প্রয়াণে গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। তিনি বলেন, তাঁর প্রয়াণে সার্জারীর এক মহীরুহ চিকিৎসককে আমরা হারালাম।


বাংলাদেশ সেনাবাহিনীর মে. জেনারেল হিসাবে অবসর গ্রহন করন। এছাড়া তিনি আমৃত্যু জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ এবং আর্মড ফোর্স মেডিক্যাল কলেজে অধ্যাপনা অব্যাহত রেখেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র জাহেদ ও নাঈম, পুত্রবধু, দুই নাতিসহ বহু গুনগ্রাহী রেখে যান।

অাজ ৪ আগষ্ট বিকেলে সেনা কেন্দ্রীয় মসজিদে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয় ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়