ডেস্ক

Published:
2021-08-03 05:18:23 BdST

অতিমারীতে অকালে মারা গেলেন প্রখ্যাত গাইনি চিকিৎসক জাকিয়া শাফী


 

সংবাদদাতা, টাঙ্গাইল


টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ শাফী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এখন গভীর শোকের চাদর।


ডা. জাকিয়া রশীদ শাফীর প্রয়াণে গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন।
তিনি বলেন, অতিমারীতে আমরা একের পর এক জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারাচ্ছি।
ডা.জাকিয়া রশীদ শাফী মানবসেবায় সদা অতন্দ্র ছিলেন। নবজাতক, মা, প্রসূতি সেবায় তিনি অনন্য ছিলেন।
তাঁর অকাল প্রয়াণ জাতির জন্য বিরাট ক্ষতি।

জানা যায়,চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু, গত শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন ডা. জাকিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বলেন, 'তার মৃত্যুতে আমরা আরও একজন করোনা যোদ্ধাকে হারালাম।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়