Dr.Liakat Ali

Published:
2021-07-19 21:19:34 BdST

প্রথম ডোজ নিয়েছেন খালেদা জিয়াডেস্ক
_____________
করোনার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন।


বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার চিকিৎসা টিমের সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান টিকা নেওয়ার কথা জানান। তিনি বলেন, আজ বিকেল চারটায় খালেদা জিয়াকে টিকা দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

গত ৮ জুলাই খালেদা জিয়া টিকার জন্য নিবন্ধন করেছিলেন। গতকাল রোববার টিকার জন্য তিনি এসএমএস পান।

সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া গুলশানে ফিরোজায় আছেন। করোনা শনাক্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তিনি সিসিইউতেও চিকিৎসা নেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়