Dr. Aminul Islam

Published:
2021-07-17 15:18:06 BdST

অতিমারীতে মানবিকতাচট্টগ্রাম মেডিকেলে অসুস্থ ডাক্তার হাতে ক্যানোলা লাগানো অবস্থায়ই চিকিৎসা দিয়ে চলেছেন


 

ডেস্ক
_____________________


মানবিক দায় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন অসুস্থ সহকারী অধ্যাপক চিকিৎসক হাতে ক্যানোলা লাগানো অবস্থায়ই দুর্বল শরীরে চিকিৎসা দিচ্ছেন। অতিমারী পরিস্থিতিতে মানুষ মানুষের জন্য। ডা. সুব্রত ঘোষ জানান,

ছবিতে দেখতে পাচ্ছেন একজন রোগীকে সেবা দিচ্ছেন অন্য একজন। যিনি রোগী দেখছেন তার কানে স্টেথোস্কোপ লাগানো, হাতে ক্যানোলা, পরনে লুঙ্গি কিন্তু প্রশ্ন উনার হাতে ক্যানোলা কেন?

এই ছবিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এবং করোনা ওয়ার্ডের। ছবিতে যাদের দেখছেন তারা দুজনই ডাক্তার। সদ্য আইসিইউ থেকে কেবিনে ফিরেছেন, আর যিনি শুয়ে আছেন তিনি ডা. অনিক আর যিনি চিকিৎসা করছেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, একজন মানবিক চিকিৎসক, একজন আপাদমস্তক শিল্পী ডা. সন্দীপন দাশ।

নিজে অসুস্থ হয়েও মানবিক দায়বোধ থেকে দুর্বল শরীরে চিকিৎসা সেবা দিচ্ছেন তাঁর অনুজ সহকর্মীকে। একবার ভাবুন তো কেমন মানসিক শক্তি থাকলে, মনের জোর থাকলে নিজে অসুস্থ হয়েও আরেকজনকে দেখতে যেতে পারে?

যাক, দীর্ঘ লড়াই শেষে ডা. সন্দীপন নিজ গৃহে ফিরেছেন।

অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।

(ডা. অনিকের স্ত্রী মণিকা চন্দের ওয়াল থেকে সংগৃহীত ছবি)

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়