ডেস্ক
Published:2021-07-09 17:49:16 BdST
অতিমারীতে চলে গেলেন শজিমেকহা'র সহকারী পরিচালক ডা. আব্দুর রাজ্জাক
ডেস্ক
____________
অতি মারীকালে করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী পরিচালক ডা. আ ন ম আব্দুর রাজ্জাক প্রয়াত হয়েছেন।
৮ জুলাই ২১ এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়:বিএসএমএমইউ-তে কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. আব্দুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. আব্দুর রাজ্জাকের প্রয়াণে
গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন বলেন, তিনি দীর্ঘদিন মানুষের সেবায় সুনামের সঙ্গে কাজ করেছেন। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত সাধ্যমত রোগীদের সেবা দিয়েছেন। চিকিৎসা দিয়েছেন।
তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আপনার মতামত দিন: