Dr.Liakat Ali

Published:
2021-07-08 18:35:16 BdST

এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম করোনা আক্রান্ত, সুস্থতা কামনা  


 

ডেস্ক 

______________

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তারিকুল আলম করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এক সুস্থতা প্রার্থনায় বলেন, মনোরোগ চিকিৎসকদের প্রিয় নেতা এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সফল কান্ডারি ডা. তারিকুল আলম সুমন অচিরেই পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
সকলের প্রার্থনা রয়েছে তাঁর জন্য। রোগী সেবা, হাসপাতালের পবিত্রতম ডিউটি পালন করতে গিয়ে ডা. সুমন সহ দেশের স্বাস্থ্য সেবার সাহসী ও সদা অতন্দ্র চিকিৎসকরা নিজের স্বাস্থ্যর পরোয়া করছেন না। তারা রোগীদের জীবন রক্ষাকে পবিত্রতম কর্তব্য মেনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলে ডা. তারিক সুমনের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন, এই কামনা করি।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন এক বিবৃতিতে জানান,


বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম করোনা আক্রান্ত।

পরম করুনাময়ের কাছে তার সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করছি এবং সকল সদস্যদের কাছে তার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়