Ameen Qudir
Published:2017-02-07 22:08:59 BdST
রোগীর জীবন বাঁচাতে রেফার করায় ফুলপুরে ডাক্তারকে বেধড়ক মার
প্রহারের শিকার এক ডাক্তারের ফাইল ছবি
ডাক্তার প্রতিদিন
_________________________
এবার ডাক্তার টার্গেট হামলার শিকার হলেন ময়মনসিংহের ফুলপুরে। এটা কি পরিকল্পিত নাশকতা । এ প্রশ্ন অনেকের। একটার পর একটা ডাক্তার হামলার ঘটনা ভাবিয়ে তুলেছে সকলকে। এসব বিচ্ছিন্ন নয়। দেশের চিকিৎসক সমাজকে খেপিয়ে ফায়দা তুলতেই এই ভয়ংকর হামলা ও নাশকতা।
সরকার সাবধান না হলে ডাক্তারদের পিঠ দেয়ালে ঠেকবে। পেশাজীবীদের খেপিয়ে লাভ হয় না আখেরে। ৬ই ফেব্রুয়ারী রাতে হামলার টার্গেট হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমারজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির।
ডা: জাকির পেশাদারী ভাবে একদম সঠিক সিদ্ধান্ত নেন। কিন্তু সেই কাজকেই ফায়দার অজুহাত বানায় স্বার্থান্বেষী মহল।
উচ্চতর চিকিৎসার স্বার্থে এক রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলেন ডা. জাকির। পথিমধ্যে রোগী মারা যায়। এম্বুলেন্সসহ ফেরত এসে ডাক্তারকে পেটায় রোগীর লোকজন।
যে কোন ইস্যুকে ডাক্তার লাঞ্ছনার অজুহাত বানাচ্ছে লোকজন। ভয়ংকর বিশৃংখলা ছড়িযে পড়ছে সমাজে।
আপনার মতামত দিন: