Dr. Aminul Islam

Published:
2021-06-27 16:30:32 BdST

প্রয়াত স্বামীর সেবা করতে স্ত্রী মারা গেছেন, মায়ের সেবা করতে ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন


 

ডেস্ক
___________________________

বাংলা দেশের উত্তর অঞ্চলে ভয়াবহ করোনা পরিস্থিতি বিরাজ করছে।
শোক ঘরে ঘরে।
এমন ট্রাজেডির মুখোমুখি লালমনিরহাটের স্কুলশিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৪)।

তার বাবার সেবা করতে মা মারা গেছেন, মায়ের সেবা করতে ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বাবাও মারা গেছেন।
শহরের সাপ টানা বাজার এলাকার শিক্ষক দম্পতি জিয়াউল হায়দার মন্ডল দুদুল এবং উম্মে কুলসুম হ্যাপির ছেলে সে। কোভিড-১৯ তার বাবা-মা দুজনকেই কেড়ে নিয়েছে। একমাত্র ভাই সাদ্দাম হোসেনও (২৪) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ন। তিনি মৃত্যু র সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।

জিয়াউল হায়দার মন্ডল দুদুল পাশের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আর তার স্ত্রী উম্মে কুলুসুম হ্যাপি ছিলেন লালমনিরহাট সদর উপজেলার সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ৭ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান জিয়াউল। এর তিন দিন পর হ্যাপি অসুস্থ হয়ে পড়লে তাকেও রংপুরে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকালে মারা যান তিনি।

তাদের বড় ছেলে সাদ্দাম হোসেনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে ।

অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসেন জানান, তার বাবার সেবা করতে গিয়ে মা অসুস্থ হয়ে পড়েন। আর মায়ের সেবা করতে গিয়ে ভাই।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়