Dr. Aminul Islam

Published:
2021-06-23 18:53:22 BdST

পরোপকারী, লোকসেবী চিকিৎসক ডা. সালেকুজ্জামান সেলিম অকালে চলে গেলেন



ডেস্ক
_______________________

পরোপকারী, লোকসেবী চিকিৎসক ডা. সালেকুজ্জামান সেলিম আর নেই।
অকালে চলে গেলেন তিনি।
কেউ এমনটা ভাবতেই পারে নি। সবাইকে কাঁদিয়ে, সবাইকে স্বজনহারা করে চলে গেলেন তিনি।
ডা. সালেকুজ্জামান সেলিমের প্রয়াণ গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। এক শোকবার্তায় তিনি বলেন, এই মৃত্যু অপ্রত্যাশিত।অনাকাঙ্ক্ষিত ও গভীর বেদনাদায়ক।
ডা . সালেকুজ্জামান সেলিম একজন মহত মানুষ হিসেবে এর মধ্যেই নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন নিজের অতুলনীয় কর্মদক্ষতা, মেধা ও পরোপকারীতার মাধ্যমে।
তাঁর মৃত্যুতে একজন মানবতাবাদী চিকিৎসককে হারাল বাংলাদেশ।

 

ডা. হৃদয় রঞ্জন রায় জানান,

ব্যাপারটা বিনা মেঘে বজ্রপাতের মত!
একদম হাশিখুশি, নিরোগ, সদালাপি, নিরহংকারী, বন্ধুবৎসল এবং পরোপকারী ডাঃ সেলিম। মেধাবী এই ডাক্তার রমেকের ১৮-তম ব্যাচ। বয়স খুব বেশি না। আমার ছোট। ছোট ভাইয়ের মত। আমাকে বড় ভাইয়ের মতই শ্রদ্ধা করে, ভালবাসে।

গতকাল সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তার আত্মার শান্তি কামনা করছি। এই অপুরণীয় ক্ষতি কাটিয়ে উঠবার নয়। তবুও দোয়া করি তার স্ত্রী, ছোট বাচ্চা সহ আত্মীয়স্বজনরা এই অসহনীয় শোক কাটিয়ে উঠুক।

তার আইডিঃ
https://www.facebook.com/drsalequzzaman.selim

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়