ডেস্ক

Published:
2021-06-22 17:13:11 BdST

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. জিহানুল আলিমের অস্বাভাবিক মৃত্যু,গলায় কালো দাগ পাওয়া গেছে



ডেস্ক
________________
রাজধানীর মগবাজারে এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জিহানুল আলিম (৫৫) নামের ওই চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এক শোকবার্তায় প্রয়াত ডা. জিহানুলের মৃত্যুতে গভীর শোক জানান।
তিনি বলেন, ডা জিহানুলের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানাই।তিনি একজন ভালো মানুষ হিসেবে সকলের মন জয় করেছিলেন। 
প্রফেসর ডা সুলতানা আলগিন বিবৃতিতে ডা জিহানুলের মৃত্যুর সঠিক ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান জানান, সোমবার দুপুরে চিকিৎসক জিহানুল আলিমকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা চিকিৎসক জিহানুল আলিমকে মৃত অবস্থায় পেয়েছি। তাঁর গলায় কালো দাগ রয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত হবে।’
জিহানুল আলিমের স্বজনেরা বলছেন, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন।
হাতিরঝিল থানার এসআই (উপপরিদর্শক) এনামুল হক প বলেন, চিকিৎসক জিহানুল আলিমের মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে তিনি মগবাজারের পেয়ারাবাগ এলাকায় থাকতেন বলে জানা গেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়