ডেস্ক

Published:
2021-06-14 00:19:53 BdST

ডায়াবেটিস রোগীদের টিকা নেয়া খুব জরুরি


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
________________
যাদের আছে ডায়াবেটিস তাদের কোভিডের টিকা নেয়া খুব জরুরি ।

বিজ্ঞানীরা বলছেন ডায়াবেটিস নিয়ন্ত্রনের মানের উপর পরিনতির শোচনীয় হবে কি না তা নির্ভর করে।
তাই পরামর্শ হল যাদের ডায়াবেটিস , উচ্চ চাপ আর হার্টের রোগ আছে তাদের জলদি টিকা নেয়া প্রয়োজন । কারন এসব রোগ থাকলে করোনার ঝুকি ম্যালা বাড়ে ।
আর অনেক রোগী যাদের আছে ডায়াবেটিস , হার্টের রোগ আর উচ্চ রক্ত চাপ যাদের নিয়মিত কেয়ারের দরকার , তারা এই অতিমারিকালে ভোগান্তির মধ্যে পড়েছেন ।
ভারতে এক স্টাডিতে দেখেছেন বিজ্ঞানীরা করোনাতে যাদের মৃত্যু হয়েছে এদের ৮০% লোকের ছিল অন্যান্য ক্রনিক রোগ বা কো মরবিডিটি ।
আর ডায়াবেটিস নিয়ন্ত্রণের মান এর উপর বেশ প্রভাব ফেলেছে , তাই এ সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্ব পূর্ণ ।
এইচ বি এ ১ সি ( মানে গত তিন মাসের রক্তের গ্লুকোজ মানের গড় ) বেশি হলে জটিলতা বাড়ে । আর এইচ বি এ ১ সি ৮ এর উপর গেলে একে ভাল নিয়ন্ত্রন বলা যায়না ।
আরও যা দেখা যাচ্ছে করোনা সক্রমিতদের মধ্যে যাদের ডায়াবেটিস ছিলনা তাদের হচ্ছে স্ট্রেস প্রণোদিত রক্তে গ্লুকোজ বৃদ্ধি আর নতুন ডায়াবেটিস , এর কারন স্পষ্ট নয়।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়