ডেস্ক

Published:
2021-06-01 06:35:40 BdST

মনোরোগ চিকিৎসকদের জন্য নতুন ৫২ টি অধ্যাপক, সহযোগী, সহকারী অধ্যাপক পদ সৃষ্টি হল


বিএপি সাধারণ সম্পাদক ডা তারিকুল ইসলাম সুমন ফাইল ছবি 

 

ডেস্ক
___________________

বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে মনোরোগ চিকিৎসকদের জন্য নতুন ৫২ টি পদে সৃষ্টি করা হয়েছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সাধারণ সম্পাদক ডা তারিকুল ইসলাম সুমন এক কৃতজ্ঞতা লেখা য় জানান,
অবশেষে স্বপ্নপূরণ।
অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারি অধ্যাপক সহ ৫২ টি পদ সৃষ্টি।
দীর্ঘ প্রতীক্ষার পর কিছুটা হলেও পদ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পেরে আমরা আনন্দিত।
ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তর,সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো,স্বাস্থ্য মন্ত্রী মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে।

আমাদের সিনিয়র শিক্ষক বৃন্দ যাদের নাম আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই তাদের মধ্যে অধ্যাপক ডা মো গোলাম রব্বানী, অধ্যাপক ঝুনু শামসুন নাহার, অধ্যাপক এমএসআই মল্লিক, অধ্যাপক মো ফারুক আলম, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মোহিত কামাল, অধ্যাপক বিধান রঞ্জন রায়, ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম সহ সকল সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ডা রমেন্দ্রকুমার সিংহ রয়েল ও ডা অভ্র দাস ভৌমিক কে। যারা এই যাত্রার সূচনা করেছিলেন।
ধন্যবাদ জানাই ডা এম এম জালাল উদ্দিন যিনি একনিষ্ঠ ভাবে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ধন্যবাদ ডা হেলাল উদ্দিন, যিনি পদ সৃষ্টিতে গতি এনে দিয়েছেন।

ডা নিয়াজ মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক,বিএপি কোনো প্রশংসা বা কৃতজ্ঞতাই তার জন্য যথেষ্ট নয়। নিরলস ভাবে এই দীর্ঘ প্রক্রিয়া টি যিনি সম্পন্ন করেছেন। তার অক্লান্ত পরিশ্রমকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখতে চাই।

যিনি সার্বক্ষণিক ভাবে আমাদের সকল বিষয় অত্যন্ত দ্রুততার সাথে সমাধান করে দিয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় বিএপির সভাপতি অধ্যাপক মো ওয়াজিউল আলম চৌধুরী। স্যারকে অভিনন্দন।

ধন্যবাদ বিএপির এযাবত কালের সকল সম্মানিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে ও সকল সম্মানিত সদস্যগনকে।

ধন্যবাদ জানাই বিএপির অফিস স্টাফ মো আনোয়ার হোসেন ও মোসাম্মৎ লাইলিকে।

আমাদের এই পথ চলায় হয়তো আরো অনেকেই আমাদের সাথে ছিলেন যাদের নাম আমি উল্লেখ করতে ভুলে গিয়েছি তাদের নিকট ক্ষমা প্রার্থী।

পরিশেষে সকলকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের এই যাত্রা চলমান।
সকলকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি.....

বিনীত
ডা তারিক

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়