SAHA ANTAR

Published:
2021-05-22 16:40:54 BdST

স্টেরয়েডের অতিরিক্ত ব্যবহারের ব্যাপারে সতর্ক বার্তা এইমসের


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
__________________________

স্টেরয়েডের অতিরিক্ত ব্যবহারের ব্যাপারে বার্তা সর্বভারতীয় চিকিৎসা বিজ্ঞান মহালয়, এইমসের ( অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস) ।
স্টেরয়েড হল হরমোন । এ ক্ষেত্রে কৃত্রিম ভাবে সংশ্লেষিত । ফুস্ফুসের রোগ থেকে আরথ্রাই টাই স নানা অসুখে এর ব্যবহার।
আছে ট্যাবলেট , সিরাপ, নাকের স্প্রে , ইনহেলার , ইনজেকশন । আছে ক্রিম আর লোশন
স্টেরয়েডের ব্যবহার অতিরিক্ত হলে কি হতে পারে।
বাড়ে রক্তে গ্লুকোজ
কমে দেহ প্রতিরোধ শক্তি
কমে হাড়ের শক্তি
বাড়ে রক্ত চাপ
কমতে পারে হজম শক্তি
ঘুমের সমস্যা হতে পারে
এর পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় কি করা
পুষ্টিকর খাবার খাওয়া
ব্যায়াম করা
বিশ্রাম আর ঘুম

করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহার নিয়ন্ত্রনের বার্তা দিচ্ছে এইমস
অল ইনডিয়া ইন্স টি টুট অব মেডিক্যাল সায়েন্সেস )
প্রয়োজনের আগে স্টেরয়েড দিলে পড়তে পারে উলটো প্রভাব। হতে পারে ভাইরেল নিউমোনিয়া । চিকিৎসকের কথা মত মাঝারি ডোজ

ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে কি যোগ ?

প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দ্রুত শরীরে ছড়ায় ব্ল্যাক ফাঙ্গাস । আর স্টেরয়েড কমিয়ে দেয় প্রতিরোধ ক্ষমতা ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়