ডেস্ক

Published:
2021-05-16 15:17:01 BdST

প্লাজমা থেরাপি’ আসলে কার্যকর বা ফলদায়ক কোনো ব্যবস্থা নয়: ল্যানসেট


 

শওগাত আলী সাগর
কানাডা থেকে
_________________

কোভিডের চিকিৎসায় ’প্লাজমা থেরাপি’ আসলে কার্যকর বা ফলদায়ক কোনো ব্যবস্থা নয়। কোভিডে প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে সবচেয়ে বড় ক্লিনিক্যাল ট্রায়ালটির ফলাফলে এই তথ্য পাওয়া গেছে। ট্রায়ালের বিস্তারিত ল্যানসেটে প্রকাশিত হয়েছে।
এর আগেও ছোটোখাটো নানা ধরনের পরীক্ষ নিরীক্ষা হয়েছে প্লাজমা থেরাপি নিয়ে। কোনোটাতেই সেই অর্থে কার্যকর কোনো ফলাফল পাওয়া যায়নি।
প্লাজমা থেরাপিকে অনেকটা সময় পর্যন্ত কোভিডের চিকিৎসার ‘প্রাণ’ হিসেবে বিবেচনা করেছেন অনেক চিকিৎসক। শুধু তাই নয়, ধারনার বশবর্তী হয়ে
অনেক চিকিৎসকই কোভিড রোগীর চিকিৎসা করতে গিয়ে দীর্ঘ প্রেসক্রিপশ ধরিয়ে দিয়েছেন,যার অনেকগুলোই আসলে কাজের কিছু না।

শওগাত আলী সাগর

প্রধান সম্পাদক 

নতুন দেশ 

কানাডা

 

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়