ডেস্ক

Published:
2021-05-12 23:59:59 BdST

বাড়িতে ইদ করতে যাওয়া ডাক্তার দম্পতি মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত


ফাইল ছবি 


সংবাদ দাতা
_____________________

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চাকুরী রত চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত চিকিৎসক দম্পতি বাড়িতে ইদ করতে যাচ্ছিলেন। আহত হয়েছেন পাঁচজন।

বুধবার ১২ মে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, ডা. জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন হক। তাদের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে কর্মরত ছিলেন। নিহত অপরজন মাইক্রোবাসের চালক খোকন।

পুলিশ জানায়, নিহত চিকিৎসক জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন ঈদ উপলক্ষে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ি যাচ্ছিল। তাদের গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে পৌঁছলে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালকসহ নিহত হয়। আহত হয় বাসের পাঁচ যাত্রী। তাদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন মারা যায়। বাসটিকে আটক করা হয়েছে।

ডাক্তার প্রতিদিন সম্পাদক এর শোক

ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এক শোক বার্তায় প্রয়াত চিকিৎসক দম্পত্তির পরিবার সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন।
বলেন, সড়ক দুর্ঘটনার কবলে এবার বাংলাদেশ তার দুই শ্রেষ্ঠ সন্তানকে হারাল। এ ক্ষতি অপূরণীয়।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়