ডেস্ক

Published:
2021-05-06 20:36:04 BdST

তালা উপজেলা হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অন্ততঃ ৩ ধরনের মামলা হওয়া উচিৎ


ডা. আজাদ হাসান
__________________

তালা উপজেলা হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় অন্ততঃ ৩ ধরনের মামলা হওয়া উচিৎ বলে আমি মনে করি।
১) রাষ্ট্র পক্ষে পুলিশ বাদী হয়ে মামলা করবে। কারণ সরকারী প্রতিষ্ঠানে আক্রমণ করা, সরকারী কাজে বাধাদান করা এবং সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়েছে, এ জন্য।

২) সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও বাদী হয়ে মামলা করা উচিৎ কারণ, ওনার প্রতিষ্ঠানটি বহিরাগত সন্ত্রাসী দ্বারা আক্রমনের শিকার হয়েছে, ওনার নিয়ন্ত্রণাধীন অফিসার (চিকিৎসক) এবং স্টাফ (নার্সিং স্টাফ) আক্রান্ত হয়েছেন, সরকারী কাজে বাধাদান ও সরকারী সম্পত্তির ক্ষতি সাধিত হয়েছে। উল্লেখ্য, প্রতিটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানের দায়িত্ব সরকারী আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাঁর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা।

৩) ভিকটিম নিজেও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ায়, সন্ত্রাসী কর্তৃক লাঞ্চিত হওয়ায়, কর্তব্য কাজে বাধাদান করায়, আসামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করতঃ মামলা করতে পারেন।।
কাউকে জবাবদিহিতা এবং শাস্তির আওয়াতায় আনার ক্ষেত্রে সভা সমাবেশ করার চেয়ে আইনের দৃষ্টিতে আইনী পদক্ষেপ নেয়া অনেক বেশী গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়