ডা সাইফুল ইসলাম মুকুল

Published:
2021-05-01 18:42:12 BdST

"প্রিয় দ্বীনদার ডাক্তার ভাইবোনরা, আসুন করোনা রোগীদের কোরান শরীফ তিলোয়াত করে শোনাই"


 

ডা. সাইফুল ইসলাম মুকুল


----------------
প্রফেসর মোজাহেরুল হক স্যারকে খাস দিলে মোবারক বাদ জানাই। ঢাকা মেডিকেলের কিছু স্টুডেন্টকে আয়লা দামান মার্কা নাচে অংশ নিতে দেখে খুবই মর্মাহত বোধ করেছি। কোন উচিত জবাব খুজে পাই নাই।
প্রফেসর মোজাহেরুল হক স্যারের সুন্দর স্টাটাসে জবাব পেলাম। প্রফেসর মোজাহেরুল হোক স্যার জানান,সৌদি আরব, আমিরাতের হাসপাতালের করোনা রোগীদের কোরান মজিদ তিলোয়াত করে শোনাচ্ছেন দ্বীনদার,ইসলামের খেদমত গার, রসুলল্লাহ’র প্রকৃত উম্মত ডাক্তাররা।

আমরা বাংলাদেশি ডাক্তাররা রাসুলুল্লাহ র খাস উম্মত। আমরা সৌদি আরবের হাসপাতালের মত করোনার রোগীদের কোরান মজিদ তিলোয়াত করে শোনাতে চাই।
প্রফেসর মোজাহেরুল হক স্যারের কাছে অনুরোধ করছি, তিনি ডাক্তারদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন।
তার লিডারশীপে তিলোয়াত এ কালামে পাক কোরান শরীফের মধুর তিলোয়াত কারী ডাক্তারী দ্বীন ইসলামি টিম গঠন করার দাবি জানাই।
প্রফেসর মোজাহেরুল হক স্যার, আপনি কিছু একটা করেন। রসুলল্লাহ’র প্রকৃত উম্মতের ডাক্তার দল গঠন করেন। তারা দেশের সকল করোনা হাসপাতালে গিয়ে করোনা রোগীদের কোরান শরীফ তিলোয়াত করে শোনাবেন।

প্রিয় দ্বীনদার ডাক্তার ভাইবোনরা, আসুন করোনা রোগীদের কোরান শরীফ তিলোয়াত করে শোনাই।
এই লেখায় শুধু আলহামদুলিল্লাহ, সোবাহানাল্লাহ লিখে দায়িত্ব পালন করবেন না। চলুন করোনা হাসপাতালে, দ্বীনের দাওয়াত পৌঁছে দিন।

এই কাজ যদি আমরা না পারি, তাহলে খুব শরমের কথা।  যদি এই কথা লিখে কারও মনে আঘাত দিয়ে থাকি,  মাফি চাই। 

 

 

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়